প্রকাশিত: Wed, Dec 20, 2023 7:10 PM আপডেট: Tue, Jul 1, 2025 10:16 PM
[১] দেশে অভূতপূর্ব উন্নয়ন হলেও ফটিকছড়িতে কাঙ্খিত উন্নয়ন হয়নি- নৌকার প্রার্থী সনি
মোস্তফা কামরুল, ফটিকছড়ি (চট্টগ্রাম): [২] চট্টগ্রামের ফটিকছড়ি থেকে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি বলেন, ফটিকছড়িতে দলীয় প্রার্থী জন্য তৃণমূল নেতাকর্মী যে দাবি ছিল তা অনুধাবন করে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আমাকে নৌকা প্রতীক দেওয়ার জন্য তার প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
[৩] ১৫ বছর বাংলাদেশে অভূতপূর্ব উন্নয়ন হলেও ফটিকছড়িতে কাঙ্খিত উন্নয়ন হয়নি। আগামী ৭ জানুয়ারি নির্বাচনে শেখ হাসিনাকে জয় যুক্ত করে আমাকে ফটিকছড়িবাসীর জন্য ব্যাপকভাবে কাজ করার সুযোগ করে দিবেন।
[৪] বুধবার দুপুরে উপজেলা সদরস্থ দলীয় কার্যালয়ে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় তিনি আরো বলেন, আমার পিতা ফটিকছড়ির মাটি ও মানুষের পরম বন্ধু সাবেক এমপি রফিকুল আনোয়ার আমৃত্যু ফটিকছড়ি মানুষের জীবনমান উন্নয়নের জন্য কাজ করে গেছেন। তার কন্যা হিসেবে আমার দ্বায়িত্ব ও কর্তব্য ফটিকছড়ির মানুষের জন্য কাজ যাওয়া।
[৫] সভায় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম রহমান, সাধারণ সম্পাদক নাজিম উদ্দীন মুহুরী, ফটিকছড়ি পৌর মেয়র ইসমাইল হোসেন, নাজিরহাট পৌর মেয়র জাহেদ চৌধুরী,আওয়ামী লীগ নেতা শাহ নেওয়াজ, সৈয়দ বাকের, আবদুল কাইয়ুম, আবুল বশর, মোতেহের বাবুলসহ জেলা উপজেলার আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ অঙ্গসংগঠনের নেতাকর্মী।